রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মৌলভীবাজারে কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ১:০০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার শাখার উদ্যোগে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টার দিকে কোট রোডের রেড ক্রিসেন্ট কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান মো. ইয়াইয়া মুজাহিদ, সেক্রেটারি এম শাহবুউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফিরুজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, রেড ক্রিসেন্ট নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম শেফুল প্রমুখ।
কম্বল বিতরণ কার্যক্রমে দরিদ্রদের মধ্যে ৫০০ শতাধিক কম্বল বিতরণ করা হয়।