রিহ্যাবের পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শেষ হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ১১:৫৩ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
রিহ্যাবের পাঁচ দিনব্যাপী আবাসন মেলা শেষ হচ্ছে আজ। গতকাল মেলার চতুর্থ দিনেও বিপুলসংখ্যক ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটে। বেশ কয়েকটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ভালো সাড়া পাচ্ছেন তাঁরা। ইতিমধ্যে ফ্ল্যাটের বুকিং পেয়েছেন কেউ কেউ।
বিকেলে মেলায় এসেট ডেভেলপমেন্টের স্টলে এর সহকারী বিক্রয় মহাব্যবস্থাপক শান্ত খন্দকার জানান, তাঁদের বিভিন্ন এলাকার বড়-মাঝারি-ছোট ফ্ল্যাট সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন দর্শক-ক্রেতারা। কম্প্রিহেনসিভ হোল্ডিংয়ের এক কর্মকর্তা জানান, তাঁরাও ভালো সাড়া পেয়েছেন।
এদিকে নাভানা রিয়েল এস্টেট বিভিন্ন এলাকায় সর্বনিম্ন ১ হাজার ২১১ থেকে ৬ হাজার ২০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট মেলায় প্রদর্শন করছে। প্রতিষ্ঠানটি বারিধারা ও গুলশানে ২৮-৩৩ হাজার, ধানমন্ডিতে ১৮-২২ হাজার, নিকেতনে ১৫-২০ হাজার, লালমাটিয়ায় সাড়ে ১৩-১৫ হাজার, ইস্কাটনে সাড়ে ১১ হাজার, ধোলাইখালে আট হাজার, ওয়ারীতে ১৩ হাজার টাকা প্রতি বর্গফুট দরে ফ্ল্যাট বিক্রি করছে। মেলায় মূল্যছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে তারা। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মামুন হাসান বললেন, ‘ছয়টি ফ্ল্যাটের বুকি পেয়েছি আমরা।’
আরেক প্রতিষ্ঠান অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট ৫২টি প্রকল্পের প্রায় ৩৩০টি ফ্ল্যাট বিক্রির জন্য প্রদর্শন করছে। এসব ফ্ল্যাটের আয়তন ১ হাজার ১১৫ থেকে ২ হাজার ৬৭০ বর্গফুট। তাদের ফ্ল্যাটের বর্গফুটপ্রতি দাম হলো বসুন্ধরা এলাকায় সাড়ে ৮-সাড়ে ১০, বনানীতে ১৪-১৬, গুলশানে ১৮-২১, নিকেতনে ১২, উত্তরায় ৯-১১, ধানমন্ডিতে ১৫-সাড়ে ১৭ হাজার টাকা।
রাজউক গতকালও মেলার বিভিন্ন কোম্পানির স্টলে অভিযান চালায়। প্রকল্পের নকশায় ত্রুটিবিচ্যুতি রয়েছে কি না, তা খতিয়ে দেখেন রাজউক কর্মকর্তারা।
আজ রোববার মেলার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।