কাল সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ১০:২০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরের জেলা প্রশাসন সেখানে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করার প্রতিবাদে এবং দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
গতকাল শনিবারের গাজীপুরের জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ পাল্টা সভা ডাকলে সংঘাতের আশংকায় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার দলের পক্ষ থেকে এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
আগামী ৫ই জানুয়ারি বর্তমান সরকারের এক বছরের মেয়াদ পূর্তিকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠছে, তখন বিএনপির তরফ থেকে এই হরতালের ডাক দেয়া হলো।