ভবিষ্যত চ্যারিটির মেধা বৃত্তি বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৪, ১১:১৭ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
‘দরিদ্র মেধা অন্বেষণ এবং এর যত্ন নেয়া’ এ লক্ষকে সামনে রেখে ভবিষ্যত চ্যারিটি নামক সংগঠনের আয়োজনে এক বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সেরা দশজন মেধাবী ছাত্রছাত্রীদের নগদ অর্থ ও সনদপত্র দেয়া হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ আব্দুল গফুর খোকনের সভাপতিত্বে ও সহ সভাপতি আতাউল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহহেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান শোয়েব। বক্তব্য রাখেন, জয়গুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাইদ রুপিয়ান, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের
সিনিয়র শিক্ষক হারুন মিয়া, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ফয়সল আহমদ ফরিদ। অভিভাবকের মধ্য থেকে বক্তব্য রাখেন সুনিয়া চৌধুরী, জুনেদ জামান।
উল্লেখ্য, মেধাবৃত্তি পরীক্ষায় সদর উপজেলার ৭টি স্কুলের ৫জন করে মোট ৩৫জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করে। এতে সেরা দশজনের মধ্যে প্রথম স্থানে শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাবিবা আকতার তামান্নাকে নগদ ৭ হাজার টাকা, ২য় স্থানে জয়গুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানজিদা আকতার সায়মাকে ৬ হাজার টাকা ও তৃতীয় স্থানে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বদরুন্নাহরকে ৫ হাজার টাকা এবং বাকি ৭জনকে নগদ ২ হাজার টাকাসহ সনদপত্র দেয়া হয়। শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।