মৌলভীবাজারে রিকশা শ্রমিক সংঘের সভা
দ্রব্য মূল্যের ঊর্দ্ধ গতিরোধ, ন্যায্য ভাড়া, স্থায়ী স্ট্যান্ড ও নির্যাতন বন্ধের দাবি
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৪, ১০:৩০ পূর্বাহ্ণ
মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক সংঘের সভায় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি রোধ করে বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ, রিকশা রাখার জন্য সুবিধাজনক স্থানে স্থায়ী স্ট্যান্ড স্থাপন ও কথায় কথায় রিকশা শ্রমিকদের উপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
রিকশা শ্রমিক সংঘের সহ-সভাপতি প্রবীণ রিকশা শ্রমিক নেতা খলিলুর রহমানের সভাপতিত্বে ২৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের চৌমোহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেউ ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোটেশ শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি তারেশ বিশ্বাস সুমন। সভায় বক্তব্য রাখেন রিকশা শ্রমিক সংঘের জেলা কমিটির সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সদস্য বিষ্ণু মোহান্ত, কালেঙ্গা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়া, কাইউম আহমেদ প্রমুখ।
সভায় রিকশা শ্রমিকদের সমস্যা সংকট নিরসনে শ্রমিকদের ঐক্যবদ্ধ করার জন্য আঞ্চলিক কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।