ভারতে সৎ বাবার হাতে ধর্ষণ, মেয়ে অন্তঃসত্ত্বা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৪, ৮:০৭ পূর্বাহ্ণ
সৎ বাবার হাতে দিনের পর দিন ধর্ষিণের শিকার হয়েছেন কিশোরী। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার মেডচাল এলাকায়। এই ঘটনায় উত্তাল রাজ্য। গত এক বছর ধরে ১৪ বছরের ওই স্কুলছাত্রীটিকে দিনের পর দিন ধর্ষণ করেছে তারই সৎ বাবা। এমনকী ক্রমশ এই ঘটনা চলতে চলতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে, যার ফলে সে গত দুমাস ধরে স্কুলেও যেতে পারছিল না। মেডচাল থানার পুলিশ শশাঙ্ক রেড্ডি জানিয়েছেন, মেয়েটির পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।