কমলগঞ্জে কমলকুঁড়ি কাপ অ্যান্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৪, ৩:২৪ অপরাহ্ণ
কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর ভৈরবতলী সংলগ্ন মাঠে ২৬ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় লক্ষীপুর তরুন সংঘের আয়োজনে ‘কমলকুঁড়ি কাপ অ্যান্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট’ এর উদ্বোধনী ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
লক্ষীপুর তরুন সংঘের সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. মাহমুদুর রহমান বাদশা। সংঘের সাধারণ সম্পাদক শিপু দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মুহিত, সমাজকর্মী ও নারী নেত্রী রিমা বেগম, হাজী রফিক মিয়া, আব্দুর রাজ্জাক, তরনী দেবনাথ, পরিমল দেবনাথ, সুধাংশু দেবনাথ, সত্যেন্দ্র মালাকার, অঞ্জন দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে দরিদ্র ৫ জন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কমলকুঁড়ি কাপ অ্যান্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলায় সুজন ক্রিকেট ক্লাব রামেশ্বরপুরকে পরাজিত করে সবুজ বাংলা ক্রিকেট ক্লাব লক্ষীপুর ৭ উইকেটে জয়লাভ করে। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। খেলা পরিচালনা করেন মিলন চক্রবর্তী ও হোসেন জাবেদ।