মানজুরুল সভাপতি-নাজমুল সম্পাদক
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৪, ১:০৪ অপরাহ্ণ
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের (রেজিঃ নং-বি-২১২০) কমিটি গতকাল গঠন করা হয়েছে। সমিতির মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে দৈনিক ইনকিলাবের কুলাউড়া সংবাদদাতা প্রভাষক মানজুরুল হককে সভাপতি ও দৈনিক ভোরের ডাক সংবাদদাতা মো. নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন দৈনিক মানব জমিনের ষ্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু ইমাদ উদ-দীন সিনিয়র সহসভাপতি, সাপ্তাহিক খোজ খবর প্রতিনিধি শ্রী বিশ্বজিৎ দাস সহসভাপতি, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আলাউদ্দিন কবির, যুগ্ন সাধারণ সম্পাদক, দৈনিক উত্তরপূর্ব ও বাংলামেইল ২৪ডটকম জেলা প্রতিনিধি শরীফ আহমেদ সহ সাধারণ সম্পাদক, মানব ঠিকানা সিনিয়র স্টাফ রিপোর্টার জসীম চৌধুরী সাংগঠনিক সম্পাদক, দৈনিক কাজির বাজার প্রতিনিধি শাহ আলম শামীম কোষাধ্যক্ষ, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এম আর তাহরীম দপ্তর সম্পাদক, দৈনিক যুগভেরী প্রতিনিধি চয়ন জামান প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ টুডে প্রতিনিধি শাকির আহমেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক সকালের খবর প্রতিনিধি সাইদুল হাসান সিপন তথ্য ও প্রযুক্তি সম্পাদক।
নির্বাহী সদস্যরা হলেন- এম মছব্বির আলী ডেইলি নিউ নেশন, মুক্তাদির হোসেন দৈনিক দিনকাল, তাজুল ইসলাম স্টাফ রিপোর্টার মানব ঠিকানা, নজুল ইসলাম বেলাল সাপ্তাহিক একুশে, নোমান আহমেদ দৈনিক আলোকিত সিলেট, সৈয়দ আশফাক তানবীর স্টাফ রিপোর্টার মানব ঠিকানা, শেখ রুয়েল আহমদ সাপ্তাহিক মৌমাছি কণ্ঠ, জুয়েল দেব ফটো সাংবাদিক, মো. আব্দুল আহাদ দৈনিক ভোরের পাতা, সুমন আহমেদ দৈনিক নতুন দিন, সাইফুল ইসলাম রুকন সাপ্তাহিক সিলেট প্রান্ত, মামুনুর রশীদ মিতুল আমেরিকা নিউজ এজেন্সি (এনা), তুহিন আহমদ পায়েল ব্যুরো চীফ সাপ্তাহিক দর্পন।