৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৪, ১১:৩৬ পূর্বাহ্ণ
৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসাবে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আর আগামি ৫ জানুয়ারিতে বিভিন্ন কর্মসূিচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে দলটি। এ দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। জেলা ও উপজেলা পর্যায়েও সমাবেশ হবে।
এছাড়া বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক জরুরি বৈঠক হয়। আগামি ৫ ও ১০ জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি সফল করার জন্য এ বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু প্রমুখ।