বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক বিক্রেতার ৬ মাসের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১২:৫৪ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় আজ ২১ ডিসেম্বর রোববার শিল্পী বেগম (৪০) নামের এক নারী মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার বসতঘর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সে উপজেলার দক্ষিণভাগ ইউপির মাদক বিক্রেতা সোনাহর আলীর স্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মাদক বিক্রি ও বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সনের অপরাধ ১৯ (১) এর ৭(ক) ধারায় দোষী হওয়ায় শিল্পী বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মাদক বিক্রি ও বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সনের অপরাধ ১৯ (১) এর ৭(ক) ধারায় দোষী হওয়ায় শিল্পী বেগমকে ৬ মাসের বিনাশ্রম প্রদান করেন।