সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১১:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন।
গত ৭ নভেম্বর জেএসসি ও জেডিসি এবং ২৩ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রায় ২১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। জেএসসির পর ২৩ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা।