মৌলভীবাজারে ৫ দিনব্যাপী নিটল টাটা মেলা শুরু
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১১:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে ৫দিনব্যাপী নিটল টাটা মেলা শুরু হয়েছে। আজ ২১ ডিসেম্বর রোববার দুপুরে নিটল মোটরস্ লিমিটেডের আয়োজনে শহরের বেড়ীরপার মিনিবাস স্ট্যান্ডে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, নিটল মটরস্-এর ডিলার সৈয়দ মফচ্ছিল আলী, টাটা মটরস-এর কান্টি ম্যানেজার মুকুল মানিস।
টাটা গাড়ির বিভিন্ন ধরনের নতুন মডেল সহজে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। ২৫ শে ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ২টি বাস ও ১টি পিকাপ ভ্যান মৌলভীবাজারবাসীকে উপহার দিতে অনুরোধ করেন।
এ সময় নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান ২টি বাস ও ১টি পিকাপভ্যান অবিলম্বে দেয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি মেলা উপলক্ষে ৩০ ডিমেম্বর পর্যন্ত মৌলভীবাজারের গ্রাহকদের জন্য জামানত ছাড়া গাড়ি দেবার ঘোষণা দেন।