সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১১:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির স্থগিত নির্বাচন সম্পন্ন করার জন্যে হাইকোর্ট চেম্বারের প্রশাসককে নির্দেশ দিয়েছে। সিলেট চেম্বারের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায় হাইকোর্টের আদেশ গতকাল ২১ ডিসেম্বর শনিবার প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। আদেশ পাবার দু’সপ্তাহের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়ার কথা। সিলেট চেম্বার অব কমার্সের এ নির্বাচন গত বছরের ২ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু এর আগে ৩০ সেপ্টেম্বর নির্বাচনের প্রার্থী হাফিজুর রহমান খান ও হাসিন আহমদ মিন্টুর দায়েরকৃত রিট পিটিশনের (৯৮২১/২০১৩) প্রেক্ষিতে হাইকোর্ট ৪ সপ্তাহের জন্য চেম্বার নির্বাচনের ব্যাপারে স্থগিতাদেশ প্রদান করেন। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সিলেট ব্যবসায়ী পরিষদের পক্ষ গত বছরের ১ অক্টোবর চেম্বার জজ আদালতে আপিল করা হয়। চেম্বার জজ আপিল আবেদন করলে বিচারপতি মাহমুদ হোসেন তা ফুল বেঞ্চে রেফার করেন। সিলেট ব্যবসায়ী পরিষদের পক্ষ আপিল করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের পক্ষে ছিলেন ব্যারিস্টার ফিদা এম কামাল, এড. এ এস এম আব্দুল্লাহ মুবিন ও এড. ইমাম হাসান।
চেম্বার জজ ফুল বেঞ্চে শুনানীর জন্য রেফার করায় গত বছরের ২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।