জামিন হল না লতিফ সিদ্দিকীর
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১০:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ধর্মীয় অনুভূতিতে আঘাতের আরও এক মামলায় লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ওলামা লীগ নেতা আবু বকর সিদ্দিকীর দায়ের করা মামলায় লতিফের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম মো. রেজাউল করিম তা নাকচ করে দেন।
নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ নিয়ে সাংসদ লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্যের পর গত ২ অক্টোবর দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় এ মামলা করেন ওলামা লীগ নেতা আবু বকর সিদ্দিকী।
বিচারক সেদিন মামলা গ্রহণ করে লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে হজ নিয়ে মন্তব্যের পর মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগ থেকেও তাকে বাদ দেওয়া হয়।
নিউ ইয়র্কের ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়। ওই বক্তব্যের জেরে তুমুল সমালোচনা শুরু হলে অন্তত দুই ডজন মামলা হয় টাঙ্গাইলের এই সংসদ সদস্যের নামে।
গত ২৩ নভেম্বর দেশে ফেরার একদিন পর লতিফ সিদ্দিকী আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়