কুলাউড়ায় পুকুর থেকে বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১০:২৭ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজরের কুলাউড়া পৌর এলাকার কাছুরকাপন গ্রামের আলতাফ হোসেনের পুকুর থেকে ভাসমান অবস্থায় আজ ২১ ডিসেম্বর রোববার অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৫৫) লাশ উদ্ধার করে পুলিশ। সকালে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানায়।
খবর পেয়ে কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বৃদ্ধার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসআই শামসুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্টে মৃত্যুর অন্য কোন কারণ পরিলক্ষিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে বৃদ্ধা মহিলা পুকুরে পানিতে ডুবেই মারা গেছেন। লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।