কমলগঞ্জে ওসমানী মেডিক্যাল কলেজেরে উপাধ্যক্ষকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ৫:০৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর সার্বজনীন পূজামণ্ডপ প্রাঙ্গণে গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এলাকার কৃতি সন্তান সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. নন্দ কিশোর সিংহকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিলকপুর চাকুরীজীবী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ছালিয়া সিংহের সভাপতিত্বে ও শ্যাম সিংহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিব মেডিক্যাল কেয়ার এর পরিচালক ডা. গৌরমনি সিংহ, লেখক ও গবেষক ড. রনজিত সিংহ, এডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ।
সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, ডা. উচিৎ সিংহ, গবেষক শামসুদ্দিন আকবর, চাকুরীজীবী পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিকে চাকুরীজীবী পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।