পাটের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলমের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ৪:৫৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পাটের জীবনরহস্য উন্মোচনকারী বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে কুইনস মেডিকেল সেন্টারে গতকাল শনিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
গত ২রা ডিসেম্বর ফুসফুসে জটিলতার কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি যকৃতের জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাকসুদুল আলমকে যুক্তরাষ্ট্রে দাফন করা হবে।
২০১০ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই ম্যানোয়া’র মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।