সাড়ে চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে কুলাউড়ায় ২টি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ১১:০৬ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি সামাজিক সংগঠনের মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জানা যায়, কুলাউড়ায় ঐতিহ্যবাহী সংগঠন টাউন ক্লাবের ২৬ তম ও শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষা ২০১৪ গতকাল শুক্র ও আজ শনিবার সম্পন্ন হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভেন্যুতে অনুষ্ঠিত হয় টাউন ক্লাবের মেধা বৃত্তি পরীক্ষা।
টাউন ক্লাবের সভাপতি ইফতেখার আহমদ কামরুল ও সাধারণ সম্পাদক নাসির জামান জাকি জানান, কুলাউড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ২৬৫১ জন শিক্ষার্থী এবছর মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
এদিকে শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মেধা বৃত্তি পরীক্ষা আজ ২০ ডিসেম্বর শনিবার বিদ্যালয়ের নিজ ভেন্যুতে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা ও দুপুর ১টা ৩০ মিনিট থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ৪৮টি প্রাথমিক বিদ্যালয় ও ১৫টি মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে ৬৩টি বিদ্যালয়ের ২য় শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত ১৪৫৬ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করে। শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম সফি আহমদ সলমান জানান, গত বছরের তুলনায় এবার তাদের পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। মেধাবীদের মেধার বিকাশ ঘটাতে ও আলোকিত সমাজ বিনির্মাণে আগামীতেও আমাদের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।
উভয় পরীক্ষায় পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।