সিলেট শিল্পকলা একাডেমির সম্মাননা পেলেন ৫ গুণীশিল্পী
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ৮:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্যে সিলেট জেলা শিল্পকলা একাডেমি ৫টি শাখায় ৫ জন গুণীশিল্পী জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৪ প্রদান করা হয়েছে।
গতকাল ১৯ ডিসেম্বর শুক্রবার নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গুণীশিল্পীদের হাতে এই পদক তুলে দেন।
বরেণ্য গুণীশিল্পীরা হলেন, কণ্ঠ সংগীতে হিমাংশু বিশ্বাস, নৃত্যকলায় মাধবী দেবী, চারুকলায় হ্যারল্ড রশীদ, ফটোগ্রাফিতে নিশীথ পুরকায়স্থ ও নাট্যকলায় নিজাম উদ্দিন লস্কর।
ফারজানা জাহান শারমিনের সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নূরুল হক।
সম্মাননা পদক প্রদান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।