মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবসে বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ৫:৩৭ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
আজ ২০ ডিসেম্বর মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া মুক্তিযোদ্ধারা ভয়াবহ মাইন বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। এতে অন্তত ২৪ জন মুক্তিসেনা মৃত্যুরবণ করেন।
১৬ ডিসেম্বরের স্বাধীনতা অর্জন উদযাপন করতে ২০ ডিসেম্বর স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধারা এক উৎসবের আয়োজন করেন। এ সময় তারা আনন্দ ভাগাভাগির পাশাপাশি যুদ্ধের স্মৃতিচারণ, পরিবার-পরিজনের খোঁজ নিচ্ছেলেন। ঠিক সে মুহূর্তে হঠাৎ আকস্মিক বিস্ফোরণে কেঁপে ওঠে সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্প এলাকা। সঙ্গে সঙ্গেই উপস্থিত মুক্তিযোদ্ধাদের দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে।
পরে এলাকাবাসী মুক্তিযোদ্ধাদের ছিন্ন-ভিন্ন দেহ একত্রিত করে সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব অংশে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সমাধিস্থ করেন।
মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ স্মৃতি বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।
সংগঠনগুলোর মধ্যে ছিল- জেলা প্রশাসন মৌলভীবাজার, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার শাখা। আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে শহীদদের স্মরণে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা রমাপদ ভট্টাচার্য্য, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য মো. মতিউর রহমান, জেলা সভাপতি কামরুল হাসান, প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার শাখার যুগ্ম আহ্বায়ক নাহিদা খান, সদস্য সচিব জাবেদ ভূঁইয়া প্রমুখ।