আল ইসলাহ’র বিশ্বনাথ ইউনিয়ন কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৪, ৫:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ বিশ্বনাথ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল ১৯ ডিসেম্বর শুক্রবার বিকাল তিনটায় বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র কার্যালয়ে ইউনিয়ন শাখার সভাপতি মাও. কারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক ফয়জুল ইসলাম ফয়েজের পরিচালনায় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সভাপতি উপধ্যক্ষ মাও. আখতার আলী। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাও. আকমল হোসাইন শাকুর।
সভায় মাও. মো. আব্দুল খালিককে সভাপতি ও ফয়জুল ইসলাম ফয়েজকে সম্পাদক করে আগামী ২০১৪-১৬ সেশনের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যন্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি মো. আয়না মিয়া, সহ-সভাপতি হারুনুর রশিদ, সহ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহ
মোহাম্মদ আবু সুফিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মো. শামসুল ইসলাম খান, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।