উত্তরবঙ্গের সৈয়দপুর-দিনাজপুরে শৈত্যপ্রবাহ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৯:৫১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
উত্তরবঙ্গের সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চল দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টাও অব্যাহত থাকতে পারে।
আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
সৈয়দপুর ও দিনাজপুর অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এতে বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।