গোলাপগঞ্জে পুলিশের অভিযান পাইপগানসহ ৫ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৮:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ২টি পাইপগানসহ ৫ ডাকাত আটক করেছে। এ সময় তাদের দু’সহযোগী পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পুলিশ গোপন সূত্রে জানতে পারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা গোলাপগঞ্জে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ঢাকাদক্ষিণ এলাকায় সন্ধ্যার পর থেকে পুলিশ অবস্থান নেয়। রাত ৯টার দিকে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলীর নেতৃত্বে পুলিশ টিম ঢাকাদক্ষিণ মোগলাবাজার সড়কের উত্তর কানিশাইল নামক স্থানে পাহাড় লাইনে একটি সিএনজি অটোরিক্সাকে থামায়। এ সময় সিএনজি থেকে দু’জন পালিয়ে গেলেও চালকসহ ৫ জনকে আটক করা হয়। সিএনজি তল্লাশী করে একটি চটের ব্যাগ থেকে দুটি পাইপগান, ৬ রাউন্ড বন্দুকের কার্তুজ, ২টি দরজা ভাঙার যন্ত্র, ২টি রামদা উদ্ধার করা হয়।
এ সময় ৫ ডাকাত আটক হয়। আটককৃত ডাকাতরা হলো- সুনামগঞ্জ জেলার ছাতক থানার পালপুর গ্রামের গেতাব আলীর পুত্র আবুল আহমদ ছালাম ওরফে কালা (২৫), কোম্পানীগঞ্জ থানার বটেরতল গ্রামের মৃত রইছ আলীর পুত্র হাবিবুর রহমান গেদা ওরফে রাজা (৩২), গোলাপগঞ্জের মুশারফ আলীর পুত্র নানু মিয়া (২৮), সুনামপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র দেলওয়ার হোসেন (২৫), একই গ্রামের মৃত আছকর আলীর পুত্র মন্টু মিয়া (৩২)।
তাদের সহযোগী সুনামগঞ্জ ছাতক থানার ছাইদুর (৩৫) ও গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল হক (৩৫) পালিয়ে গেলেও তাদের নামেও মামলায় আসামী করা হয়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।