২৮ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে জেএসসি-জেডিসির ফলাফল
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৮:০৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামী ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে।
গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানা যায়, ২৮ বা ২৯ ডিসেম্বর ফল প্রকাশের জন্য প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজ জানান, প্রধানমন্ত্রী সময় দিলে তা চূড়ান্ত হবে। তবে আমরা ২৮ ডিসেম্বর ফল প্রকাশের প্রস্তুতি নিয়ে রেখেছি।
রীতি অনুযায়ী, শিক্ষাবোর্ডের চেয়াম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেন।
গত ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর শুরু হয়। হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনের পরীক্ষা পিছিয়ে যায়। ১৮ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ২০ নভেম্বর তা শেষ হয়।