সুনামগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৭:৩৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জ সদর উপজেলার ৫শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন- সুনামগঞ্জ-৪(সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাহসিনা বেগম, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রদীপ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. মানিক মিয়া, সমাজসেবক আব্দুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী সামু প্রমুখ।