বড়লেখায় নিখোঁজের পাঁচ দিন পর কৃষকের মস্তক বিহীন লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৬:৪৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের পাঁচ দিন পর আমির আলী (৫৫) নামের এক কৃষকের মস্তক ও এক হাত বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ । গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় হাকালুকি হাওর এলাকার মরা সুনাই নদীতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটকৃতরা হলেন- উপজেলার মুর্শিদাবাদকুরা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সুনাম উদ্দিন (৪৫), চুকারপুঞ্জি গ্রামের মৃত আতির আলীর ছেলে আবুল হোসেন (৫৫) ও কুঠাউরা গ্রামের মৃত সইব উদ্দিনের ছেলে মইজ উদ্দিনকে (২৪)।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বর্নি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আমির আলী গত ১৩ ডিসেম্বর রাতে মাছ শিকারের জন্য হাকালুকি হাওরে গিয়ে আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরের দিন আমির আলীর ছোট ভাই মুমিন আলী বড়লেখা থানায় জিডি করেন। নিখোঁজের তিন দিন পর এলাকাবাসী ও স্বজনরা মালাম বিলের পারে আমির আলীর একটি জ্যাকেট পেয়ে বিলের ৩ পাহারাদারকে সন্দেহ হয়। পরে এলাকাবাসী বিলের ৩ পাহারাদারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে মামলার তদনন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহমদ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গতকাল ১৮ ডিসেম্বর আদালতে রিমান্ডের আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী মো. দেলোয়ার হোসেন আসামীদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, আগামীকাল শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।