কমলগঞ্জে চোরাই কাঠ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৪, ১২:০৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পরিত্যক্ত অবস্থায় ১০৭ ঘনফুট চোরাই চাপালিশ ও কড়ই কাঠ উদ্ধার করে বিজিবি সদস্যরা। আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় শমশেরনগর ইসলামি মিশন সংলগ্ন রেলওয়ে ভূমি থেকে এসব কাঠ উদ্ধার হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাতলাপুর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোর থেকে শমশেরনগর বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চলে। অভিযানের এক পর্যায়ে ইসলামি মিশন সংলগ্ন রেলভূমি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ টুকরো চাপালিশ ও কড়ই জাতীয় গাছের খণ্ড উদ্ধার করা হয়। কাঠ উদ্ধারের কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জ কার্যালয়কে অবহিত করলে বনবিভাগের লোকজন জব্দকৃত চোরাই কাঠ গ্রহণ করে নিয়ে যায়।
রাজকান্দি বনরেঞ্জ কার্যালয়ের অফিস সহকারী সিরাজুল ইসলাম চোরাই কাঠ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ৪০০ টাকা দরে উদ্ধারকৃত কাঠের বাজার মূল্য ৪২ হাজার ৮০০ টাকা হবে। এ ব্যাপারে বন আইনে মামলা হবে।