ওসমানীনগরে শ্রমিক সংঘর্ষের ঘটনায় ৭শ’ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৪, ৯:২৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ওসমানীনগর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।
মামলায় ১০০ জনের নাম উল্লেখসহ ৭০০ জনকে আসামি করা হয়।
গতকাল ১৭ ডিসেম্বর বুধবার রাতে ওসমনীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
সিলেট জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আটক করতে অভিযান চলছে। সংঘর্ষের পর থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
গতকাল বুধবার গোয়ালাবাজারে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষ হলে তা থামাতে গিয়ে ঘটনাস্থলে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান ওসি মোস্তাফিজুর।
পরে গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে নিয়ে আসা হলে বিকেল সাড়ে ৩টার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অবশ্য কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, ওসি মোস্তাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাত এশার নামাজের পর সিলেট পুলিশ লাইন মাঠে প্রথম জানাযা শেষে তার লাশ কর্মস্থল ওসমানীনগর থানা প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
পরে লাশ নিয়ে কুমিল্লা সদর থানার মোগলটুলির পাথারিয়ায় তার গ্রামের বাড়িতে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার যোহরের নামাজের পর তার দ্বিতীয় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে বলে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াইয়াহ চৌধুরী জানিয়েছেন।