রাজধানীতে আনসার উল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ড্রোন তৈরির পরিকল্পনাকারী আনসার উল্লাহ বাংলা টিমের দুই জন সদস্যকে গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের একটি দল।
পুলিশের অভিযানে আটককৃতদের কাছ থেকে ড্রোন তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়
গ্রেফতারকৃত তানজিল হোসেন বাবু ও মোহাম্মদ গোলাম মাওলা মোহনকে মঙ্গলবার রাত পৌনে ৯টায় যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে কোয়াড হেলিকপ্টার বা ড্রোন তৈরির সরঞ্জামাদি, বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস ও উগ্র মতবাদ সম্বলিত কিছু বইপত্র উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা আনসার উল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
তারা ২৫/৩০ তলা উঁচু ভবনের উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে হামলা করার সক্ষমতা সম্পন্ন কোয়াড হেলিকপ্টার বা ড্রোন তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছিল বলে জানাচ্ছে পুলিশ।