শ্রমিক সংঘর্ষের মাঝে অসুস্থ হয়ে ওসমানীনগর থানার ওসির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ১১:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের ওসমানীনগরে অটোরিকশা শ্রমিক সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে দায়িত্ব পালন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার বিকেলে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অটোরিকশা শ্রমিক সংগঠনের দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে ওসমানিনগর থানা পুলিশ। এ সময় ওসি মোস্তাফিজুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে উদ্ধার করে তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।