রাজনগরে পুলিশের অভিযানে পতিতাসহ আটক ৮
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ১০:৫৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালারবাজারে একটি ৩ তলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে এক নিশি কন্যাসহ ৭ যুবককে আটক করে পুলিশ। আজ বুধবার বিকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালারবাজারে কয়েকজন যুবক ওই বাজারের একটি ৩ তলা বিল্ডিংয়ে এক নিশি কন্যাকে রেখে অনৈতিক কাজ করছিল বলে অভিযোগ আসে পুলিশের কাছে। অভিযোগ পেয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল মঙ্গলবার রাত দুইটার সময় অভিযান চালায় ওই বাসায়। এসময় স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও কালারবাজার বনিক সমিতির সভাপতি হিরা মিয়াও উপস্থিত ছিলেন। পুলিশ বাসার চারিদিক ঘিরে রেখে বাসায় অবস্থানকারী বাবুল মিয়াকে বেরিয়ে আসার আহ্বান করে। কিন্তু তারা বের না হলে পুলিশ কৌশলের আশ্রয় নেয়। পরে বাসার দরজা খুলে দিলে রান্নাঘর, বাথরুম, খাটের নিচসহ বিভন্ন জায়গায় লুকিয়ে থাকা অবস্থায় ওই এলাকার ৭ যুবককে আটক করে। এসময় ফরিদপুর জেলার এক নিশি কন্যাকেও আটক করা হয়।
আটক কৃতরা হল- বাবুল মিয়া (৩০), শাহেল মিয়া (২৮), লুৎফুর রহমান (৩০), দুরুদ মিয়া (৩২), রুবেল মিয়া (২৮), রুমন মিয়া (২৫), আমীর আলী (২৮)।
পুলিশ আজ বুধবার বিকালে আটককৃতদের মৌলভীবাজার জেল হাজাতে প্রেরণ করেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, এরা এখানে কী কাজ করছিল তা আমাদের জানা ছিল না। এরা ওই বাসায় অনৈতিক কাজ করছিল বলে রাজনগর থানার ওসি আমাকে ফোন জানান এবং অভিযান চালান। এসময় আমিও সেখানে উপস্থিত ছিলাম।