ওসমানীনগরে শ্রমিক সংগঠনের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৬
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৮:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের ওসমানীনগরে অটোরিকশা শ্রমিক সংগঠনের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ ১৬ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি বর্ষণ করে।
আজ ১৭ ডিসেম্বর বুধবার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কে গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর মানিক জানান, শ্রমিক সংগঠনটির নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এক পর্যায়ে এ থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ ১৬জন আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।