সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৮:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রণয় কুমার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
আজ ১৭ ডিসেম্বর বুধবার সকাল ৭টার দিকে ওসমানী নগর থানার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রণয় কুমার মানিকগঞ্জ জেলার শিবালয় এলাকার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন নবী সরকার সড়ক দুর্ঘটনার খবর তথ্য নিশ্চিত করে জানান, শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন।
নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।