ধর্মপাশায় ১ ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৮:১৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মামুদনগরে প্রতিপক্ষের হামলায় এলাহি (৪০) নামের এক ডাকাত নিহত হয়েছেন।
এলাহি ওই উপজেলা রাজাপুর গ্রামের আয়াতনুরের ছেলে।
গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাহি ও একই গ্রামের অপর ডাকাত বকুল দীর্ঘদিন একসঙ্গে ডাকাতি করতেন। বেশ কিছুদিন ধরে পৃথক দু’টি ডাকাতদল গঠন করে বিভিন্ন স্থানে ডাকাতিতে নেতৃত্ব দিচ্ছিলেন তারা। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলছিল।
এদিকে, ডাকাতি ছাড়াও পাশের মিলনপুর এলাকার একটি জলাশয়ে মাছ চাষ করতেন এলাহি। সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে গেলে পূর্ব বিরোধের জের ধরে বকুল গ্রুপের সদস্যরা তাকে তাদের নৌকায় করে কাওনাই নদী দিয়ে দূরে কোথাও নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর জখম করে মামুদনগর এলাকায় কাওনাই নদীর তীরে ফেলে রেখে যায় তারা। এ অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ডাকাত নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।