মৌলভীবাজারে মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ও ঈদগা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৭:৫৪ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
মৌলভীবাজারের রহমানবাগস্থ মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা ও ঈদগাহ কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১০ ডিসেম্বর লন্ডন প্রবাসী আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমদ খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব অসহায় ও দুঃস্থদের মধ্যে ৩শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আবু শাহাদাত শাফি খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসা সুপার আলহাজ্ব হাফিজ আবুল হোসেন খান, মাও. মো. সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শেখ নুরুল ইকবাল সাহেব, মাও. সিদ্দিকুর রহমান, ফাতেমা খানম, আবিদুর রহমান খান, অ্যাড. আবু উবায়দা মাছরুর খান, আবুল খায়ের রুমি খান, মুসলেহ মজুমদার এবং লন্ডন প্রবাসী তাহির খাঁন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজ ৩ শ জন গরীব মানুষকে শীত নিবারণের জন্য বস্ত্র দেওয়া হয়েছে। সমাজের বিত্তবানরা এসব অনুষ্ঠান দেখে তারাও অনুপ্রাণিত হয়ে গরীব দুঃখী মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসবেন এবং গরীব অসহায়ের পাশে দাঁড়াবেন।
আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমদ খান ভবিষ্যতে আরো ব্যাপকভাবে এলাকার গরীব মানুষের সহযোগীতা যাতে করতে পারেন সে জন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।