রক্তে সুগার কম থাকাও শরীরের জন্যে মারাত্মক ক্ষতিকর
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৪, ৭:০০ পূর্বাহ্ণ
হেলথ ডেস্ক ::
রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়া মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এ থেকে হতে পারে ডায়াবেটিস। কিন্তু রক্তে সুগারের মাত্রা কম হওয়াটাও সুখকর নয়। এ থেকে উত্পত্তি লাভ করে হাইপোগ্লাসিমিয়া, যা হৃদরোগের মারাত্মক ঝুঁকি তৈরি করে। সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমনটিই জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক।
রক্তে মাত্রাতিরিক্ত সুগার হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি করে— এ বিষয়টি আগে থেকেই জানা। এখন নতুন যে বিষয়টি জানা গেল তা হলো, কম সুগারও এ ধরনের সমস্যার জন্য দায়ী। গবেষণায় দেখা যায়, হাইপোগ্লাসিমিয়া আক্রান্ত যেসব রোগী ইনসুলিন থেরাপি গ্রহণ করেন, তাদের ৬০ শতাংশ হৃদরোগের ঝুঁকিতে আছেন। এসব রোগীর মৃত্যুর ঝুঁকিও দ্বিগুণ বেড়ে যায়।
এ বিষয়ে গবেষণা কর্মটির প্রধান ব্রিটেনের লেইস্টার ইউনিভার্সিটির প্রাইমারি কেয়ার ডায়াবেটিস অ্যান্ড ভাসকুলার মেডিসিন বিভাগের অধ্যাপক কমলেশ কুন্তি কলেন, ‘গবেষণায় দেখা গেছে, রক্তে সুগারের মাত্রা কম হওয়া টাইপ-১ ও টাইপ-২ উভয় ধরনের ডায়াবেটিস আক্রান্ত রোগীর হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এসব রোগীকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া সম্ভব না হলে মৃত্যুর ঝুঁকিও আছে।’