মহান জিয় দিবস উপলক্ষে মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৪, ৯:১২ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
মহান জিয় দিবস উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উদ্যোগে মাদরাসার মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন টাউন কামেল মাদরাসার অধ্যক্ষ আল্লামা কাইয়ুম সিদ্দিকি। প্রধান অতিথি ছিলেন টাউন কামেল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আবু শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক এমএ আলীম, সিরাজুল ইসলাম, বকসি ইকবাল, সৈয়দ আকরম আলী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপু বলনে, বিজয়ের মাসে আমাদের শপথ নিতে হবে এদেশে প্রকৃত যুদ্ধাপরাধীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তিনি মাদরাসার ছাত্রদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার উপর গুরুত্বারোপ করনে। তিনি ছাত্রদের বলেন, ভাল করে লেখাপড়া করে সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য স্থির করতে বলেন।
মিলাদ ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।