সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশপ্রেমী মানুষের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৪, ৬:৪৯ পূর্বাহ্ণ
পূর্বদি ডেস্ক ::
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে মুখে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি কার্যকরের দাবি আর হাতে পুষ্পার্ঘ নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল জনতার ঢল।
আজ ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় দেশপ্রেমী মানুষের দল। রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন সিলেট শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ। এরপর সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও সিলেট জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।