মৌলভীবাজারের নিখোঁজ ট্রাভেলস ব্যবসায়ী নরসিংদীতে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার থেকে নিখোঁজ ট্রাভেলস ব্যবসায়ী অ্যারো-ওয়ার্ল্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাহবুব ফেরদৌস আনোয়ারকে ৪ দিন পর নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদীর বেলানগর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি নরসিংদী থানা পুলিশের হেফাযতে রয়েছেন।
নরসিংদী থানার ওসি কে এম আবুল কাসেম জানান, বেলানগরের একটি দোকানে গিয়ে নিজের অবস্থার কথা বর্ণনা করে ফোনে কথা বলতে চান এক ব্যক্তি। দোকানী তাকে সহযোগিতা করেন। পরে পুলিশের কাছে তথ্য আসলে পুলিশ তাকে উদ্ধার করে নরসিংদী থানায় নিয়ে আসে এবং ওসি মৌলভীবাজারকে বিষয়টি অবগত করে। মৌলভীবাজার থানার ওসি উদ্ধারকৃত ব্যক্তি মৌলভীবাজারের নিখোঁজ আনোয়ার বলে নিশ্চিত হন। বর্তমানে তিনি নরসিংদী থানায় পুলিশ হেফাযতে আছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নিখোঁজ ব্যবসায়ী উদ্ধারের বিষয়টি মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেকও নিশ্চিত করেছেন।
গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের বেরিপাড় এলাকার অ্যারো-ওয়ার্ল্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাহবুব ফেরদৌস আনোয়ার নিখোঁজ হন। এ ঘটনায় তার ছোট ভাই এনামুল মাহবুব ফয়সল মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ তাকে উদ্ধারের দাবিতে মৌলভীবাজারের ব্যবসায়ীরা মানববন্ধন করে ও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।