সুনামগঞ্জে বিজিবি-৮ এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৮ ব্যাটালিয়নের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ ১৫ ডিসেম্বর সোমবার দুপুর ১টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে বিজিবি-৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিলেট বিজিবির সেক্টর কমান্ডার (উপ মহাপরিচালক) কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক।
এ সময় সিলেট বিজিবি-৫ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মাজহারুল ইসলাম, সুনামগঞ্জ বিজিবি -৮ এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ, বিজিবি-৮ এর উপ-অধিনায়ক কামরুজ্জামান, র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে বিজিবি জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখেন, সিলেট বিজিবির সেক্টর কমান্ডার (উপ মহাপরিচালক) কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক।
পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও জওয়ানদের অংশগ্রহণে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিজিবি-৮ সূত্র জানিয়েছে।
১৯৫৮ সালের ১৫ ডিসেম্বর ঝিনাইদহে বিজিবি-৮ প্রতিষ্ঠিত হয়।