চট্টগ্রাম বিদ্যালয়ের হল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ৮:২৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ ৫৫ ছাত্রকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।
গতকাল ১৪ ডিসেম্বর রোববার বিকেলে অস্ত্র উদ্ধারের এ ঘটনায় আজ সোমবার সকালে চট্টগ্রামের হাটহাজারী থানায় মামলাটি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস, আশরাফুজ্জামান আশরাফ, রাশেদ হোসেন, রুবেল দে, রাবিদ রায়হানের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল সমকালকে জানান, মামলায় এখন পর্যন্ত চার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শহীদুল্লাহর নেতৃত্বে পুলিশ চবি ছাত্রলীগ নিয়ন্ত্রিত শাহজালাল হলে রোববার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ২০টি রামদা এবং ২০টি লোহার রড ও চাপাতি উদ্ধার করে।