বড়লেখায় পৌর ও সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৪, ৫:৫৯ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল ১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যায় পৌর আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন পৌরসভা মিলনায়াতনে অনুষ্ঠিত হয়েছে।
পৌর আ’লীগের সভাপতি ফৈয়জ আলী’র সভাপতিত্বে সম্মেলন অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. প্রনয় কুমার দে, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোওয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন।
সম্মেলন আব্দুল আহাদকে সভাপতি ও আব্দুল মালিক জুনুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এদিকে, একই দিন সকালে বড়লেখা সদর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সদর ইউনিয়ন হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ডা. প্রনয় কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোওয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, জেলা যুবলীগের সহ-সভাপতি কামরান চোধুরী, সাবেক বড়লেখা উপজেলা ছাত্রলীগের আহবায়ক হামিদুর রহমান শিপলু, প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ।
সম্মেলন শেষে সদর ইউপি আ’লীগের সভাপতি সিরাজ উদ্দিনকে আহ্বায়ক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।