জুড়ীতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ১:২৫ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে জনসেবা ইসলামিক ওভারসিজ ট্রাভেলস জুড়ী শাখার উদ্বোধন ও একদিনের হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর সোমবার জুড়ী বড় মসজিদ রোডস্থ হাজী আব্দুল গফুর কমপ্লেক্সে মাও. আব্দুল আজিজের সভাপতিত্বে ও মাও. আব্দুল মুবিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আন নুর জামে মসজিদের খতিব মাও. আব্দুস সালাম, বিশেষ অতিথি ছিলেন জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টার প্রমুখ।
এ বছর জুড়ী উপজেলা থেকে হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে এই কর্মশালায় হজ্বে করণীয় নানা বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে হজ্বে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।