চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৮:৪৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের বেদীতে ফুল দেওয়ার সময় কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অমিত কুমার বসু ও যুগ্ম সম্পাদক সুমন মামুনের অনুসারীদের সঙ্গে সাবেক সাংগঠিনক সম্পাদক এস এম আরিফুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাপস সরকার বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে ২৫ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ছাত্রলীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় একজন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়।
সংঘর্ষ এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হল পর্যন্ত ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে হল দুটির মাঝে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে তল্লাশি চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে।