সপ্তাহের প্রথম দিনেও শেয়ারবাজারে সূচকের পতন অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৮:১৩ পূর্বাহ্ণ
অর্থ-বাণিজ্য ডেস্ক ::
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ ডিসেম্বর) মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আগের কার্যদিবসের মতো লেনদেনে ধীর গতি রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
এদিকে গত বৃহস্পতিবার ডিএসই’র নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার (অটোমেশন ট্রেডিং সিস্টেম) উদ্বোধন করা হয়েছে। নতুন ওই সফটওয়্যার চালুর পর ডিএসইতে গত ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৮০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১৫০ পয়েন্টে স্থির হয়।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- অগ্নি সিস্টেমস, আরএন স্পিনিং, তুং হাই নিটিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, যমুনা অয়েল, বিডি থাই, কাশেম ড্রাইসেলস, আমরা টেকনোলজি, কেয়া কসমেটিকস ও হামিদ ফেব্রিক্স।
এ সময় লেনদেন হয়েছে মোট ১০৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ১৩৬ কোটি ৮৯ লাখ টাকা।
এর আগে বেলা ১১টা ০৯ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৪ হাজার ৯০৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮১৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার ১৫৬ পয়েন্টে স্থির হয়।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ০৩ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৬০ পয়েন্ট কমে ৯ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১০৪ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দাম।
লেনদেন হয় মোট ১৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।