মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকায় ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৭:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকায় দুই বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ১৩ ডিসেম্বর শনিবার ভোরে পৃথক এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালংকারসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ভোরে শহরের কাজিরগাঁও এলাকার মামুন ভবনের সেরাগম কোম্পানির ম্যানেজার আসাদুজ্জামান চৌধুরীর বাসায় হানা দেয় একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত। পরে ডাকাতরা বাসার গ্রিলের তালা ভেঙে ১৫-২০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল বাসার লোকজনকে জিম্মি করে ১২ ভরি স্বর্ণলংঙ্কার নগদ ৩০ হাজার টাকা, ২টি ডিজিটাল ক্যামেরা, ১টি ল্যাপটপ ও ৬ টি বিদেশি মোবাইলসেটসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে একই এলাকার বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদিরের বাসায়ও হানা দেয় একদল ডাকাত । পরে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বাসা থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৩ হাজার টাকা, ১টি ল্যাপটপ ও দুটি মোবাইলসেটসহ প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. আব্দুছ ছালেক ডাকাতির বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।