আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৫:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ই ডিসেম্বর দিবসটি পালন করা হয়।
শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে রোববার সকালেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ দিকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগী আলবদর-আলশামস নামের মিলিশিয়া বাহিনীর লোকেরা ঢাকা এবং দেশের অন্যত্র বাঙালি অধ্যাপক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ও সাংবাদিকদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে।
তবে চিহ্নিতভাবে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চলেছে দীর্ঘ সময় ধরে। বাংলাপিডিয়ার হিসেবে, পুরো ১৯৭১ সালজুড়ে এক হাজারেরও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
১৯৭১ সালে নিহত সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের পুত্র জাহিদ রেজা নূর বলেন, দীর্ঘদিন পর হলেও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় শহীদ বুদ্ধিজীবীদের স্বজনরা এখন কিছুটা স্বস্তি পেয়েছেন।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকাসহ অন্যান্য অপরাধের দায়ে এরই মধ্যে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।