জুড়ীতে এলজিএসপির রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৫:২১ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে এলজিএসপির কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে তথ্য অধিকার আইনে রাস্তার কাজে তথ্য চেয়ে আবেদন করলেও কোন তথ্য দেননি সংশ্লিষ্ট চেয়ারম্যান।
উত্তর জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা আব্দুল হান্নান জুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে এলজিএসপির মাধ্যমে জাঙ্গিরাই দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি রাস্তায় ইট সোলিং করা হয় এবং বেলাগাঁও গ্রামে বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দু’টি কালভার্ট নির্মাণ করা হয়। নির্মাণের পরই ওই রাস্তায় ভাঙন দেখা দেয় ও কালভার্ট দু’টির অবস্থাও শোচনীয় হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইট সোলিং রাস্তাটি নিয়মমাফিক হয়নি। এই রাস্তায় নিম্নমানের কাজ হওয়ায় নির্মাণের সাথে-সাথে ভাঙন দেখা দিয়েছে। অপরদিকে কালভার্ট দু’টিতে নিম্নমানের কাজ করা হয় এবং কাজ সম্পূর্ণ না করায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
এ প্রকল্প সমূহের তথ্য চেয়ে ইউপি চেয়ারম্যান বরাবর তথ্য অধিকার আইনে গত ৯ নভেম্বর আবেদন করলেও অদ্যাবদি কোন তথ্য দেয়া হয়নি বলে জানিয়েছেন আব্দুল হান্নান।
জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মো. নজমুল ইসলাম জানান, আমি এসব বুঝি না। আমিতো প্রজেক্ট চেয়ারম্যানও নই। এলজিএসপি’র কাজ ৪ বার করে তদন্ত হয়। আপনি এসব জানতে হলে এলজিএসপি’র মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটিটরের সাথে যোগাযোগ করুন।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গত ১০ নভেম্বর অভিযোগকারী আব্দুল হান্নানের অভিযোগটি গ্রহণ করা হয়। তবে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম গতকাল ১৩ ডিসেম্বর শনিবার জানান, এখনও পর্যন্ত তিনি কোন লিখিত অভিযোগ পাননি।