কমলগঞ্জে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৪, ৯:৪৪ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান লেক (হ্রদ) থেকে এক নারী চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নিখোঁজের পর আজ শনিবার সকাল ১১টায় ওই নারী চা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
শমশেরনগর চা বাগানের শ্রমিকরা জানান, আজ শনিবার সকাল সোয়া ১০টায় চা বাগান লেকের পানিতে উল্টোভাবে ভাসমান নারী চা শ্রমিকের লাশ দেখতে পান।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ শমশেরনগর চা বাগানের নিবন্ধিত শ্রমিক গাইরামা রাজভর (৩৫)। তার স্বামী লাসামা রাজভর।
চা বাগানের একাদিক সূত্র জানায়, লারসামা রাজভরের দুই বউয়ের মাঝে গাইরামা রাজভর প্রথম স্ত্রী। লারসামা রাজভর বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে সে বাড়িছাড়া ছিল। শনিবার সকালে লোকমুখে শুনে তিনি লেকে তার প্রথম স্ত্রীর লাশ ভাসতে দেখেন।
চা বাগানের বিভিন্ন সূত্র জানায়, লাসামা রাজভরের দুই বউ থাকায় নিয়মিত পারিবারিক কলহ ছিল। এই সূত্রেই হয়তোবা তাকে হত্যা করে লেকের পানিতে ভাসানো হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মতিউর রহমান নারী চা শ্রমিকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা ও গুঞ্জন থেকে বোঝা যায় এটি দাম্পত্য কলহের জের ধরে ঘটে থাকতে পারে। তবে তদন্তক্রমে সত্যতা বেরিয়ে আসবে।