জুড়ীতে শিলা মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৪, ৯:৩২ পূর্বাহ্ণ
বিশেষ সংবাদদাতা ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের শিলা মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার হোছন আলী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা হয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬৫ টি প্রাথমিক, কেজি, ব্র্যাক ও চা বাগানের বিদ্যালয় থেকে ৪১২জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তাজুল ইসলাম, হোছন আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. গিয়াস উদ্দিন, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব লিয়াকত আলী খাঁন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে “শিলা মেধাবৃত্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ দেন এবং এত সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করায় এই বৃত্তি পরীক্ষার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ বছর মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগান থেকে ২০১১, ২০১২ ও ২০১৩ সালের জে.এস.সি, এস.এস.সি ও এইচ, এস, সিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮জন ও জুড়ী উপজেলায় “শিলা মেধাবৃত্তি ৩০জন সহ ১৬৮জন ছাত্র/ছাত্রীকে গত ২৯ আগস্ট ২০১৪ জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে সংবর্ধনা প্রদান করা হয়।
শিলা মেধাবৃত্তি প্রকল্পটির কার্যক্রম করেন ২০১১ সাল থেকে শুরু হয় ।